Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাজেকে আগুনে পুড়ে জুম চাষির মৃত্যু

পাহাড়ে নিজের জুমে দেওয়া আগুনে আটকা পড়েন তিনি

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১০:৪০ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় পাহাড়ে জুমের আগুনে দগ্ধ তুহিন ত্রিপুরা (৪০) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের পাশে পাহাড়ে  নিজের জুমে আগুন দেয় তুহিন ত্রিপুরা। এসময় তীব্র বাতাসের ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দ্রুত পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে আগুনের মধ্যে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। আগুনে তার শরীরের ৬০% পুড়ে যায়।

পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিঘিনালা ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যা ৭টার দিকে  তার মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি হুমায়ূন কবির তুহিন ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ডাকে বিজিবি। পরে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সঙ্গে যোগ দেয়। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে।

উল্লেখ্য, এর আগে ১৮ ও ২৪ ফেব্রুয়ারি সাজেকে আগুনের ঘটনায় শতাধিক স্থাপনা পুড়ে যায়।

   

About

Popular Links

x