২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, বাঙালির মুক্তি সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
বুধবার (২৬ মার্চ) সকালে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডিসপ্লে প্রদর্শনী দেখতে স্টেডিয়ামে হাজির হয় অনেক অভিভাবক ও শিশু। স্টেডিয়ামের প্রবেশমুখ ও গ্যালারিতে মো. হাবীব আজম শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা, স্বাধীনতা দিবস লেখা মাথার ফিতা ও দৃষ্টিনন্দন বেলুন বিতরণ করেন।
জাতীয় পতাকা হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিশুরা জেলা পরিষদের সদস্য হাবীব আজমকে ধন্যবাদ জানায়। অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “শৈশব থেকেই শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা বাড়বে।”
জাতীয় পতাকা বিতরণ শেষে মো. হাবীব আজম বলেন, “স্বাধীনতার ঘোষণা আসার পর মুক্তিকামী বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। লাখো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। সেই সব শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার মাসে বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, এটাই আমাদের প্রত্যাশা।”