Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

যমুনা সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ সারি, ২৪ ঘন্টায় টোল আদায় ২ কোটি ৬৫ লাখ

২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ৬,১৯৫টি

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:২১ এএম

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার রাত ১২) এই সেতু দিয়ে ৬,১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ লাখ ৯,৭৫০ টাকা। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যমুনা সেতুর টোল প্লাজায় মোটারসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।”

যমুনা সেতু কর্তপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫,২২৭টি যানবাহন পারাপার হয়েছে । এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭,৫০০ টাকা।

এ ব্যাপারে বাংলাদশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়াও দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।”

   

About

Popular Links

x