Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১৭ জনের অনুপ্রবেশ

এর মধ্যে ১২ নারী ও ৫ শিশু রয়েছে

আপডেট : ১৭ মে ২০২৫, ০৭:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, “শনিবার ভোর ৫টার দিকে উপজেলার চাপসার বিওপির সীমান্ত এলাকা দিয়ে ১২ নারী ও ৫ শিশুকে পুশ ইন করা হয়। পরে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপির একটি টহল দল ৩৪৮/২ এস মেইন পিলার থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাদের আটক করে।”

বিজিবি সূত্রে জানা যায়, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে।

বিজিবি কর্তৃক আটককৃতরা হলেন- যশোরের বেনাপোল থানার মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহের কোট চাঁদপুর থানার নাসিমা বেগম (৪৫), যশোরের শার্শা থানার মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালীর কলাপাড়া থানার মোছা. ময়না বেগম (৫০), যশোরের সদর থানার মোছা. শায়না শেখ (৪০), ঝিকরগাছা থানার মোছা. রহিমা গাজী (৪৫), মনিরামপুর থানার মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ির দীঘিনালা থানার মোছা. রাশিদা বেগম (৬০), মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশালের গৌরনদী থানার নাছিমা বেগম (৩৫), মোছা. লাভলী (৩৫)। এছাড়াও ৫ জন শিশু রয়েছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয় বলে আমি খবর শুনেছি। তবে ঘটনাটি ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকায় ঘটেছে।

   

About

Popular Links

x