Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মামুনুল হক: দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়

মামুনুল হক বলেন, ‘এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না’

আপডেট : ১৭ মে ২০২৫, ০৮:৩৯ পিএম

বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়।”

শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই ও শাপলা চত্বর গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজতের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা।

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, “বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।”

ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের আমির মো. হাফেজ আবদুল আজিজের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী প্রমুখ।

   

About

Popular Links

x