Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে বিএনপি নেতার সমাবেশে ককটেল বিস্ফোরণ

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য সমাবেশের আয়োজন করে শৈলকূপা উপজেলা বিএনপির একাংশ

আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:২৭ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকূপা উপজেলা বিএনপির একাংশ। জয়ন্ত কুমার কুণ্ডু বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের একপাশে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, “ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই, দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।”

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজারে বিক্ষোভ করেছে জয়ন্ত কুণ্ডুর সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “রামচন্দ্রপুর বাজারে একটু উত্তেজনা হয়েছিল। পুলিশ দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ককটেল বিস্ফোরণের ঘটনাকে তিনি পটকা বা বাজি ফাটিয়েছে বলে উল্লেখ করেন।

   
Banner

About

Popular Links

x