দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মমিন হোসেন (৩০) নামে এক যুবক মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তিনি মারা যান।
মমিন হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যার ছেলে।
দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতে জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তখন মমিনের সঙ্গে আরও কয়েকজনও গুলিবিদ্ধ হয়েছিল বলে জানা গেছে। কেনো গুলি করা হয়েছিল তার সঠিক কারণ জানা যায়নি।
মঙ্গলবার (১৭ জুন) স্বজনরা এ খবর জানতে পারেন।
মৃতের স্বজনরা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সুমন পাটোয়ারি ইউএনবিকে জানান, ১০ সদস্যের পরিবারের জীবিকার টানে মমিন হোসেন ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। মাস মাসে রেমিট্যান্সও পাঠাতেন। ভালোভাবেই চলছিল তাদের পরিবার। কিন্তু একটি দুঃসংবাদ সবার জন্য। ঘটনার দিন রাতে মমিনসহ কয়েকজন এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা সাদা গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া ইউএনবিকে বলেন, ‘‘এই দুঃখজনক সংবাদটি পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতের পরিবারের কেই আমার সঙ্গে এখনো যোগাযোগ করেনি। মমিনের লাশ দেশে আনার ক্ষেত্রে যা যা সহযোগিতা দেওয়া যায় তা করা হবে।’’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মমিন হোসেনসহ আরও ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।