Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

রূপচর্চায় খরচ বাড়ছে

আমদানি করা প্রসাধনীতে আমদানি শুল্ক ছিল ৩%, যা এখন বাড়িয়ে ২০% করা হবে

আপডেট : ০১ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী রূপচর্চায় ব্যবহৃত প্রসাধনীর দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশের সময় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত আনুষাঙ্গিকসহ আমদানি করা প্রসাধনী পণ্যের ওপর ২০% আমদানি শুল্ক (শুল্ক কর) আরোপের প্রস্তাব করেছে সরকার।

মূলত রাজস্ব বৃদ্ধি, এ জাতীয় পণ্যের আমদানি এবং ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “আমদানি করা প্রসাধনীতে আমদানি শুল্ক ছিল ৩%, যা এখন বাড়িয়ে ২০% করা হবে। এর ফলে আমদানি করা সাবান, অর্গানিক সারফেস-অ্যাকটিভ এজেন্ট, বার কেক, বিভিন্ন সাবান তৈরির উপাদান, ওয়াশিং ক্রিম, ডিটারজেন্ট, লিকুইড সোপ, লিকুইড ক্রিম এবং বিয়ের জিনিসপত্রের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান নিশ্চিত ও “স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রয়াসে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ বাজেটে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার ঘাটতি রয়েছে, যা জিডিপির ৫.২%। ঘাটতির মধ্যে ৫ লাখ কোটি টাকা আসবে রাজস্ব আয় হিসেবে।

বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করেছেন মন্ত্রী।

সবশেষ বাজেটটি আগের বাজেটের চেয়ে ১২.৩৪% বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল।

২০২৩-২৪ সালে প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর মেয়াদের শেষ বাজেট। এটি দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

“উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শিরোনামে বাজেট বক্তৃতা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

About

Popular Links