Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক নজরে দেখে নিন দেশের ৫২ জাতীয় বাজেট

অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ দেশের প্রথম বাজেট পেশ করেন

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৫৪ পিএম

“সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার” এই শিরোনামকে সামনে রেখে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সংসদে ২০২৪–২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪–২৫ অর্থবছরের ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবের করবেন অর্থমন্ত্রী।

এটি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট। একইসঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। তবে সবমিলিয়ে এটি দেশের ৫৩তম এবং ছয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ২৬তম বাজেট।

স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ দেশের প্রথম বাজেট পেশ করেন।

চলুন, দেখে নেওয়া যাক এখন পর্যন্ত পেশ হওয়া ৫২টি বাজেটের আকার ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (কোটি হিসেবে):

 

   

About

Popular Links

x