রোজার ঈদে আবারও প্রকাশ হতে যাচ্ছে জেমসের নতুন আরও একটি গান। আর জেমসের গান মানেই তার ভক্তদের জন্য ঈদে বাড়তি আনন্দ। “সবই ভুল” শিরোনামে গানটি চাঁদ রাতে উন্মুক্ত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন জেমস নিজেই।
সোমবার (১৭ এপ্রিল) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর কনফারেন্স রুমে জেমসের আসন্ন নতুন গানটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়।
মাহফুজ আনাম জেমস বলেন, “গতবারের গানটি থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, সেটি মাথায় রেখেই নতুন এই গান করা। কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্মের ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।”
বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য বেশ কয়েকটি গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেমস। তার প্রথম গানটি প্রকাশিত হয়েছিল গত বছরের ঈদ-উল-ফিতরে। পরবর্তীতে অন্যান্য গানগুলো এই চ্যানেল থেকেই প্রকাশিত হবে।