Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক যুগ পর বাংলাদেশ বেতারে রুনা লায়লার নতুন গান

গানের শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৩:৫৯ পিএম

এক যুগের বেশি সময় পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা।

গানের শিরোনাম “ও বৃষ্টি তুমি”। গানটির কথা লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী।

বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী। এর মাধ্যমে ১৩ বছর পর নতুন গান নিয়ে বাংলাদেশ বেতারে ফিরছেন তিনি।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, “গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।”

এর আগে, ২০১১ সালের জুলাই মাসে সবশেষ বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। তার মধ্যে একটি “আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে”, আরেকটি হলো “এক মুক্তিযোদ্ধা বলছিল তার দুঃখের কথা”। গান দুটি লিখেছেন মো. রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

   

About

Popular Links

x