Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুরুলুস ওসমানের বুরাক এখন ঢাকায়, দেখা করবেন ভক্তদের সঙ্গে

বর্তমানে ঢাকার একটি হোটেলে অবস্থান করছেন জনপ্রিয় এই অভিনেতা

আপডেট : ২৫ মে ২০২৪, ০৪:০৫ পিএম

তুর্কি টেলিভিশন সিরিজ “কুরুলুস ওসমান”-এর জনপ্রিয় অভিনেতা বুরাক ওসজিভিত ঢাকায় এসেছেন। ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করার ঘোষণাও দিয়েছেন তিনি। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত ভক্তরা।

শুক্রবার (২৪ মে) ঢাকার মাটিতে পা রাখেন অভিনেতা বুরাক ওসজিভিত। বর্তমানে রাজধানীর একটি হোটেলে তিনি অবস্থান করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুরাক জানান, রবিবার ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

ওসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক ওসজিভিত। পাশাপাশি “সুলতান সুলেমান” সিরিজে বালি বের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক।

সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান। এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।

বুরাক ওসজিভিতের জন্ম ১৯৮৪ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইস্তাম্বুলে। অভিনেতা ও মডেল বুরাক ওসজিভিত তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে। যদিও কর্মজীবনে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় একজন হিরো বনে গেছেন বুরাক ওসজিভিত।

About

Popular Links