Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

হজে গেলেন অনন্ত জলিল

আগে ৮-৯ বার সপরিবারে ওমরাহ পালন করা হলেও হজ করা হয়নি অনন্ত জলিলের। এবারই প্রথম হজে গেলেন তিনি

আপডেট : ১১ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম

সিনেমায় অভিনয় ও প্রযোজনা করে বেশ আলোচিত হয়েছেন ব্যবসায়ী অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে মাঝেমধ্যেই আলোচনা দেখা যায়। এবার প্রথমবারের মতো হজ পালন করতে গেছেন তিনি।

সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল। 

তিনি জানান, আগে ৮-৯ বার সপরিবারে ওমরাহ পালন করা হলেও হজ করা হয়নি। এবারই প্রথম হজে গেলেন তিনি।

অনন্ত জলিল বলেন, “আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।”

ঈদ-উল-আজহায় অনন্তের কোনো সিনেমা আসছে না। অনন্ত জলিল অভিনীত সবশেষ ছবি “কিল হিম”। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন তার স্ত্রী বর্ষা।

এদিকে, অনন্ত জলিল ব্যস্ত আছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “অপারেশন জ্যাকপট” নিয়ে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

About

Popular Links