Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

গুরুতর অসুস্থ প্রাক্তন স্ত্রীর পাশে এ আর রহমান

গত নভেম্বরে সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন এ আর রহমান এবং সায়রা বানু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম

২০২৪ সালের নভেম্বর মাসে ২৯ বছরের সংসার জীবনের ইতি টানার খবর দিয়েছিলেন অস্কারজয়ী শিল্পী এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। এই খবরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগত।

এর মাঝে গুঞ্জন শুরু হয় রাহমানের দলের বেসিস্ট মোহিনীকে ঘিরে। কারণ, এ আর রাহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার ঘণ্টাখানেকের মাথায় তিনিও নিজের স্বামীর সঙ্গে যৌথভাবে ঘোষণা করেন, তারা আলাদা হচ্ছেন। তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সায়রা বানু।

সায়রা তখন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, “সব ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি, রাহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। তার কোনো দোষ নেই। তার মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।”

তিনি তখন জানিয়েছিলেন, বেশ কয়েক দিন ধরেই তিনি অসুস্থ। চিকিৎসার জন্য তিনি চেন্নাই ছেড়ে মুম্বাইয়ে যান। তার কথায়, “আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রাহমানের এত ব্যস্ততা থাকে যে ওখানে থাকলে এটা সম্ভব হতো না। আমি রাহমান কিংবা ছেলেমেয়েদের বিরক্ত করতে চাইনি।”

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রার। এ সময় তার প্রাক্তন স্বামী এ আর রহমানকে পাশে পেয়েছেন তিনি। আর এ নিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

সায়রা-রহমানের বিচ্ছেদ মামলা লড়ছেন যে আইনজীবী, সেই বন্দনা শাহ এই সায়রাবানুর পক্ষে বিবৃতিটি দিয়েছেন।

এতে বলা হয়েছে, “শ্রীমতী সায়রা রহমানকে সম্প্রতি গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার। আর এই কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র ধ্যানজ্ঞান। পাশাপাশি যে-বা যারা এই সময়ে পাশে থেকেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা।”

অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তার স্ত্রী শাহিদার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, “লস অ্যাঞ্জেলসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এ আর রহমানকে অসংখ্য ধন্যবাদ, আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। তাদের উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য আমি কৃতজ্ঞ।”

   

About

Popular Links

x