Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘প্রেম করা ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে কষ্ট ছাড়া কিছু পাইনি’

প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছেন শবনম ফারিয়া

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম

মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়ার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ওই পোস্টে তিনি জানিয়েছেন, প্রেম করা ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে জীবনে কষ্ট ছাড়া কিছু পাননি তিনি।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বর্তমানে দুবাই অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। ভারত সেই ম্যাচ জিতে নেয় ৬ উইকেট হাতে রেখে। ক্রিকেটপ্রেমী শবনম ফারিয়া তাই হতাশ।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেছেন, “প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি।”

স্ট্যাটাসের শেষে ফারিয়া লিখেছেন, “এইটা কোনো ফানি (হাস্যকর) স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস।”

কিন্তু ওই স্ট্যাটাস নিয়ে শনিবার সকালে তিনি সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছেন, ওই স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন মজা করে। ফারিয়া বললেন, “মজা করে স্ট্যাটাস দিয়েছি। সিরিয়াস কিছু না।”

তিনি আরও বলেন, “খেলা দেখছিলাম, দেখতে দেখতে একটা সময় মনে হলো- এই খেলা আর দেখব না। প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নিই, আর খেলা দেখব না। এরপরও দেখি। বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে। ভাবি, দেখি না কী অবস্থা। ওই আরকি।”

আর প্রেমের প্রসঙ্গ তুলে ধরতেই ফারিয়া বললেন, “এখন তো বয়স হয়ে গেছে। প্রেম করার বয়সটা পার করে ফেলছি। (হাসি)”

   

About

Popular Links

x