গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় গায়ক গুরু রাণধাওয়া। গানের পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। সিনেমার শুটিং চলাকালীন আহত হন তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
“শওকিন সর্দার” সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন তিনি।
গুরু রাণধাওয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে তার আহতের বিষয়টি নিশ্চিত করে লেখেন, “আমার প্রথম স্টান্ট ছিলো। আমার প্রথম চোট। তবে মনোবল অটুট। বিন্দুমাত্র নড়চড় হয়নি। এটি আমার প্রথম সিনেমার স্মৃতি। এই অ্যাকশন সিক্যুয়েন্সের শুটিং করা খুব কঠিন।”
গুরুর প্রকাশিত ছবিতে দেখা যায়- গলায় সার্জিকেল কলার, মাথায় ব্যান্ডেজ, গালে রক্তের ছোপ, চোখেমুখে চোটের দাগ।
গুরুর এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংয়ের মতো বলিউড তারকারা।
দিন কয়েক আগে মহাকুম্ভে গিয়ে গোসল সেরে এসেছেন তিনি। ফিরেই শুটিং শুরু করতেই এই ঘটনা ঘটে। এই সিনেমায় প্রেমের সঙ্গে ভরপুর অ্যাকশন করতে দেখা য়াবে গুরুকে। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী নিমৃত অহলুওয়ালিয়া। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৬-এ।