Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

গোবিন্দ-সুনীতার বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে যা জানালেন তাদের আইনজীবী

৩৭ বছরের দাম্পত্যে ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ-সুনীতা!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

বলিউড অভিনেতা গোবিন্দ তার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন। দাম্পত্য সঙ্গী সুনীতা আহুজার সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের এই গুঞ্জন শুরু হয়। এবার সেই বিষয়ে কথা বললেন তাদের আইনজীবী। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের খবরে সরগরম মায়ানগরী। গত কয়েক মাস ধরেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা। কখনও নিজের একাকিত্বের কথা জানিয়েছেন, কখনও আবার ছেলের প্রশংসা করে স্বামীকে পক্ষান্তরে দোষী করেছেন। এ বার ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার পথে এই তারকা দম্পতি। যদিও তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা এই বিষয়কে উড়িয়ে দিয়েছেন। এ বার মুখ খুললেন তাদের আইনজীবী। গোবিন্দর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে ৬ মাস আগেই আবেদন জানিয়েছিলেন সুনীতাই, স্বীকার করেন আইনজীবী।

যদিও এর মাঝে গোবিন্দর পায়ে গুলি লাগে। সেই সময় অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া পর্যন্ত সারাক্ষণ সঙ্গে ছিলেন সুনীতা। তাদের আইনজীবী ললিত বিন্দালের ভাষ্যমতে, ‘‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সবাই নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’’

এছাড়াও সুনীতার ম্যানেজারও তাদের বিবাহ বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি সিনেমার কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনো দিকে নাকি মন দেওয়ার সময় নেই তার।

   

About

Popular Links

x