Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ তারকা দম্পতি

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই তথ্য জানান কিয়ারা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

বিয়ের ঠিক ২ বছর পরেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের ঘর আলো করে আসতে চলেছেন আরেক সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।

পোস্টে দেখা যায়, সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের ওপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’

পোস্টটি ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কাপুরসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। সিদ্ধার্থের জন্যই প্রতিদিন ঘরে ফিরে আসতে ভালো লাগে বলেও জানান তিনি। কিয়ারা বলেছিলেন, “ওর সঙ্গে থাকলে মনে হয় যেন বাড়িতেই রয়েছি। আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালোবাসা ও আদর পেয়েছি।” সেই একই ভালোবাসা সিদ্ধার্থের থেকেও পান বলে জানিয়েছিলেন কিয়ারা।

কাজের দিক থেকে কিয়ারাকে আগামী দিনে দেখা যাবে ‘‘ডন ৩” সিনেমায়। রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। অপরদিকে ‘‘পরম সুন্দরী’’ সিনেমায় দেখা যাবে সিদ্ধার্থকে।

   

About

Popular Links

x