ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা শোবিজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবন নিয়েও অনেক ব্যস্ত। নিয়মিত ধর্মীয় আচার-রীতি পালন করতেও দেখা যায় তাকে। পবিত্র রমজান মাস উপলক্ষে এরই মধ্যে ওমরাহ হজ পালন করতে পবিত্র নগরী মক্কায় গেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওমরাহ হজের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।”
এর আগে গণমাধ্যমে বর্ষা জানিয়েছিলেন, গত ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরীতে পৌাঁছান। আগামী ১৩ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত-বর্ষা জুটির নতুন সিনেমা ‘‘নেত্রী দ্য লিডার’’। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘‘কিল হিম’’ সিনেমায়। অ্যাকশননির্ভর গল্পের এ সিনেমাটিতে অনন্ত জলিলের সঙ্গেই দেখা যায় তাকে। সিনেমাটি নির্মাণ করেন মোহাম্মদ ইকবাল।