Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’ নাকি জোভানের ‘আশিকি’, ট্রেন্ডিংয়ে কে এগিয়ে

ইউটিউব ভিউ প্রতিদ্বন্দ্বিতায় জোভানের ‘আশিকি’ বনাম শাকিব-সাবিলার ‘লিচুর বাগানে’

আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:১৯ পিএম

ঈদ-উল-আজহার আগে থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিল শাকিব-সাবিলা জুটির ‘‘তাণ্ডব’’ সিনেমার গান ‘‘লিচুর বাগানে’’। বিনোদন জগতের সবগুলো মাধ্যমে জুড়ে ছিল মিউজিক ভিডিওটির জয় জয়কার। কিন্তু ঈদ শুরু হতেই পুরো চিত্রপট পাল্টে দিয়েছে ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘‘আশিকি’’। ইউটিউবে দর্শকপ্রিয়তার নিরিখে ‘‘লিচুর বাগানে’’কে ছাড়িয়ে অনেক এগিয়ে আছে নাটকটি। চলুন, বহুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই ঈদ নাটকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইউটিউব ট্রেন্ডিং-এ জোভানের ‘আশিকি’

ঈদের দ্বিতীয় দিন ৮ জুন রবিবার রাতে সিএমভির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় নাটক ‘‘আশিকি’’। তারপর থেকে মাত্র দুই দিনের মধ্যে ভিডিও কন্টেন্টটি অর্জন করেছে ৫০ লাখ ভিউ। সদ্য মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার হিট গান ‘‘লিচুর বাগানে’’কে অনেক পেছনে ফেলে বর্তমানে নাটকটি ইউটিউব ট্রেন্ডিং-এ শীর্ষস্থানে অবস্থান করছে। বিগ বাজেটে নির্মিত মিউজিক ভিডিওটি এতদিন একচ্ছত্র ভাবে আধিপত্য করে এসেছে ইউটিউব প্লাটফর্মে। এখন আশিকি শুধু জায়গাটি দখলই করেনি, বরং কন্টেন্ট দুটোর মধ্যকার ভিউয়ের ব্যবধান চোখে পড়ার মত। এখন পর্যন্ত জোভানের নাটকটি ৬৬ লাখ ভিউ অতিক্রম করেছে। সেখানে ‘‘লিচুর বাগানে’’ এখনও ১৭ লাখেই পৌঁছতে পারেনি।

আশিকি নাটকের গল্প

নাটকে জোভানের চরিত্রের নাম আশিক, যে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার স্বপ্নকে সত্যি করার লক্ষ্য নিয়ে সে শহরে এসে ভর্তি হয় কলেজে। সঙ্গীতের প্রতি তার অদম্য ভালবাসা। স্বপ্ন দেখে একদিন সে অনেক বড় গায়ক হবে।

অপরদিকে ধর্নাঢ্য পরিবারের আদুরে মেয়ে জেস, পড়ে একই কলেজে। সারা কলেজ জুড়ে তার প্রভাবের অন্ত নেই। এই চরিত্রটিতে দেখা গেছে এ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহাকে।

আশিক-জেসের পরিচয়, প্রেম এবং অতঃপর ঘরপালিয়ে বিয়ে। আপাতদৃষ্টে ট্রেইলার এবং গল্পের শুরুটা এমন মনে হলেও এই গল্পে রয়েছে অপ্রত্যাশিত সব বাঁক। কাহিনী সামনে এগোনোর সঙ্গে সঙ্গে বিষাদ আর আনন্দের এক অসাধারণ মেলবন্ধন রচিত হয়েছে প্রতিটি পরতে পরতে।

পর্দার সামনে ও অন্তরালের কলাকুশলী

পারভেজ ইমামের চিত্রনাট্যে আশিকির নির্দেশনা দিয়েছেন ইমরোজ শাওন। সিনেমাটোগ্রাফির কাজ করেছেন খায়ের খন্দকার। প্রযোজনা ও পরিবেশনায় ছিলেন সিএমভির এসকে সাহেদ আলী পাপ্পু।

জোভান-নেহার সহশিল্পীরা ছিলেন মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, ও অদিতি জামান স্নেহাসহ আরও অনেকে। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার একটি চমকপ্রদ ক্যামিও রয়েছে।

গল্পের পাশাপাশি নাটকের বিশেষত্ব হচ্ছে এর গান দুটি। তন্মধ্যে নাটক মুক্তির আগেই ‘‘ওরে মন’’ গানটির জোভান অভিনীত একটি ক্লিপ ভাইরাল হয়। গানটির শিরোনাম ‘‘দহন’’, যার গীতিকার এম এ আলম শুভ, সুর ও কন্ঠ দিয়েছেন সজীব দাস।

আরেকটি গানের শিরোনাম ‘‘যদি মনটা চুরি করি’’, যেটি দ্বৈত ভাবে গেছেন কনা ও সজিব দাস। গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর এবং সুর করেছেন সজীব দাস। 

নাটক দেখার পর ট্রেইলার প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের অবস্থান

ঈদ সপ্তাহ শুরুর আগে ‘‘ওরে মন’’ গানের সেই ভাইরাল দৃশ্যটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হন জোভান। নেটিজেনদের অনেকেই তার পারফরমেন্সকে অতিরঞ্জিত বলে কটুক্তি করেন।

কিন্তু নাটকটি পুরো দেখার পর সেই মন্তব্য বদলে যায়। দর্শক ও নাট্য বিশ্লেষক সকলেই ভূয়ষী প্রশংসা করেন নাটকটির। ৮ হাজারেরও বেশি মন্তব্য যুক্ত হয়েছে এই ইউটিউব কন্টেন্টটিতে।

এখন পর্যন্ত ঈদ-উল-আজহা ২০২৫-এর সর্বাধিক আলোচিত নাটকটি হচ্ছে আশিকি। বিশেষ করে নাটকের নির্মাণশৈলী, গল্প, এবং অভিনয় উঠে আসছে আলোচনায় কেন্দ্রবিন্দুতে।

শেষাংশ

জোভানের আশিকি ইউটিউব ভিউ প্রতিদ্বন্দ্বিতায় শাকিব-সাবিলার ‘‘লিচুর বাগানে’’কে ছাড়িয়ে দারুণ চমক সৃষ্টি করেছে। একদিকে আশিকির নাটকীয়তা, অন্যদিকে তাণ্ডব সিনেমার গানটির অপরিমেয় আবেদন। সব মিলিয়ে চমকটি এবারের ঈদ বিনোদনকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে- বাংলাদেশেরই দুটো ধারার কন্টেন্ট একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করার বিষয়টি যথেষ্ট আশাব্যঞ্জক। উপর্যুপরি, এটি ছোট ও বড় উভয় পর্দার জন্য ইতিবাচক।

   

About

Popular Links

x