Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

মারা গেছেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন

‘কিল বিল’ সিনেমায় ‘বাড’ চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের মালিবুর নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোয়েন্টিন টারান্টিনোর সিনেমার মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন মাইকেল ম্যাডসেন। মৃত্যুর বিষয়ে তার ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তার শূন্যতা বহু মানুষ অনুভব করবে।’’

নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার সিনেমা ‘‘রেজারভোয়ার ডগ্‌স’’-এর ‘‘মিস্টার ব্লন্ড’’ ও ‘‘কিল বিল’’-এ ‘‘বাড’’ চরিত্রের জন্যই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। দুই সিনেমারই নির্মাতা ছিলেন কোয়েন্টিন টারান্টিনো।

এছাড়াও এই নির্মাতার ‘‘দ্য হেটফুল এইট’ ’ও ‘‘ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড’’সহ অন্যান্য সিনেমাতেও দেখা গেছে এই হলিউড তারকাকে। চার দশকের ক্যারিয়ারে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘‘জেমস বন্ড’’ সিরিজের ‘‘ডাই অ্যানাদার ডে’’তেও অভিনয় করেন ম্যাডসেন।

   
Banner

About

Popular Links

x