প্রকাশ্যে কোরআন পোড়ানো নিষিদ্ধ করতে চলেছে ডেনমার্ক। শুক্রবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি আইন প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড।
তবে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, এই ধরনের নিষেধাজ্ঞা বাক স্বাধীনতাকে লঙ্ঘন করবে।
পিটার হামেলগার্ড বলেন, “সরকার একটি আইন করতে যাচ্ছে, যেখানে ধর্মীয় তাৎপর্য বজায় রাখার জন্য বলা হবে। ধর্মীয় বিষয় নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। ”
তিনি বলেন, “এই আইনে প্রকাশ্যে কোরআন, বাইবেল বা তোরাহ পোড়ানোর ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি নিজের মতামত প্রকাশে গ্রন্থ পোড়ানোর চেয়ে আরও সভ্য উপায় আছে।”
সাম্প্রতিক সময়ে নরডিক দেশগুলোতে কোরআন পোড়ানোর ঘটনা বাড়ায় মুসলিম বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। মুসলিম দেশগুলো গ্রন্থ পোড়ানোকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।