Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘ: ইউরোপের স্বপ্নে ২,৫০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

২০২৩ সালের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। ২০২২ সালের একই সময় পর্যন্ত মৃত ও নিখোঁজ হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ১,৬৮০ জন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

ইউরোপ যাওয়ার সময় এ বছর ২,৫০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে নিহত বা নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউএনএইচসিআরের নিউইয়র্ক কার্যালয়ের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২,৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। শুধু ভূমধ্যসাগর নয়, অনেকে সমতলেও প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, অভিবাসী ও উদ্বাস্তুরা প্রতি পদক্ষেপে মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে থাকেন।

ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে গেছেন।

এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ১ লাখ ৩০ হাজার ইতালিতে পৌঁছেছেন। অন্যরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় গেছেন। তিউনিসিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।

২০২২ সালের একই সময় পর্যন্ত মৃত ও নিখোঁজ হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ১,৬৮০ জন।

About

Popular Links