Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

৩০ বছর পর ফেরত পেলেন চুরি হওয়া ব্যাগ

ব্যাগে কলম, কয়েন, লিপস্টিক, কানের দুল, চাবি ও ওষুধ ছিল

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

তিন দশক পর নিজের চুরি হওয়া ব্যাগ ফিরে পেয়েছেন আ্যাড্রে হে নামে স্কটল্যান্ডের এক নারী। এটি ফিরে পেয়ে রীতিমতো আবেগাপ্লুত তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর আগে নিজের কর্মস্থলে যাওয়ার সময় তার ব্যাগটি চুরি হয়। সম্প্রতি ডন নদীর পাশে ওই ব্যাগটি খুঁজে পান ১১ বছর বয়সী এক কিশোরী। ব্যাগের জিনিসপত্র দেখে এটির মালিককে খুঁজে বের করে তার পরিবার। তরুণ বয়সে হারানো ব্যাগ অবশেষে ৮০ বছর বয়সে এসে ফিরে পান আ্যাড্রে।

ওই ব্যাগে কলম, কয়েন, লিপস্টিক, কানের দুল, চাবি ও ওষুধ ছিল।

ব্যাগটি খুঁজে পাওয়া মাইসি কাউটস বলেন, “আমি আমার বাবা-মা ও কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তখন ব্যাগটি দেখতে পাই।”

“আমি মাকে বললাম, তুমি কি একটা ব্যাগ চাও? তারপর ব্যাগটি মাকে দেখিয়ে বললাম, হয়তো ব্যাগের মধ্যে কিছু আছে। সব দেখার পর এটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।”

তার মা কিম বলেন, “আমি দেখলাম এটিতে সব তারিখ ১৯৯৩ সালের। বিষয়টি ফেসবুকে শেয়ার করি৷ তারপর তাকে খুঁজে পাই। তখন তিনি জানান, ত্রিশ বছর আগে এটি চুরি হয়েছিল।”

ব্যাগ খুঁজে পেয়ে ভীষণ খুঁশি আ্যাড্রে। তিনি বলেন, “অফিসে যাওয়ার পথে ব্যাগটি চুরি হয়ে়ছিল। আমি পুলিশেও জানিয়েছিলাম। তবে পাইনি। অবশেষে পেলাম। এই অভিজ্ঞতা দারুণ।”

তিনি আরও বলেন, “ব্যাগে ২০০ পাউন্ড ছিল। তবে সম্ভবত সেটি চোর রেখে দিয়েছে।”

About

Popular Links