Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

নাকে ৬৮টি ম্যাচের কাঠি ঢুকিয়ে গিনেস রেকর্ডে

ভবিষ্যতে নিজের রেকর্ড ভাঙ্গার সম্ভাবনাকে উড়িয়ে দেন না বুসকভ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

নাকের দুই ছিদ্রে ম্যাচের (দিয়াশলাই) ৬৮টি কাঠি ঢুকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় উঠে এসেছেন পিটার ফন ট্যানজেন বুসকভ নামে ডেনমার্কের এক ব্যক্তি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি পরিমাণ ম্যাচের কাঠি ঢুকিয়ে রেখে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মূলত মজার একটি রেকর্ড গড়তে এই পথ বেছে নেন তিনি।

বুসকভ বলেন, “আমার নাকের ছিদ্র মোটামুটি বড় এবং বেশ প্রসারিত ত্বক। এই কারণেই আমি এটি করতে পেরেছি।”

তিনি বলেন, “একেবারে ৬৮টি কাঠি ঢুকিয়ে নিয়েছি। ”

যদিও ভবিষ্যতে তার রেকর্ড ভাঙ্গার সম্ভাবনাকে উড়িয়ে দেন না বুসকভ। তিনি বলেন, “আরও বেশি কাঠি নিতে কিছু প্রশিক্ষণের প্রয়োজন হবে। অথবা আমার বয়স বাড়ার সাথে সাথে আমার নাক বাড়বে। তখন আরও বেশি কাঠি নিতে পারব।”

তিনি বলেন, “আমার ছেলে ও আমি দুজনই চেষ্টা করেছি। কিন্তু আমরা কেউই রেকর্ড সময়ের কাছাকাছি কোথাও ছিলাম না।”

এমন রেকর্ড তৈরি করতে পেরে আনন্দিত বুসকভ। তিনি বলেন, “আমি কখনও ভাবিনি, আমি নিজেই একটি রেকর্ড গড়বো। আমি সবসময় জীবনের আকর্ষণীয় ও অদ্ভুত দিক খোঁজার চেষ্টা করি।”

৩৯ বছর বয়সী এই ব্যক্তি বলেন, “এই অদ্ভুত ছোট রেকর্ডটি মানুষকে মনে করিয়ে দিতে পারে যে নিজের সঙ্গে একটু খেলা যেতেই পারে। এটি অন্যদের অনুপ্রাণিত করতে পারে।”

এদিকে এমন রেকর্ডের খবরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। একজন যেমন লিখেছেন, “এটি খুব আশ্চর্যজনক। প্রতিভার শেষ নেই। ”

আরেকজন লিখেন, “আপনাকে দেখতে খুব মজার লাগছে। হয়তো একটু ব্যাথা করছে।”

About

Popular Links