Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ম্যানচেস্টারের সঙ্গে নয় বছরের সম্পর্ক ভাঙছেন মার্শাল

উরুর অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে আর কোন ম্যাচে তিনি খেলেননি

আপডেট : ২৯ মে ২০২৪, ০১:২৬ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড এন্থনি মার্শাল।

২০১৫ সালের সেপ্টেম্বরে মোনাকো থেকে ৩৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্রিমিয়ার লিগের ক্লাবে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী মার্শাল। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় মাঝে মাঝেই তাকে মাঠে নামানো হয়নি।

সবশেষ উরুর অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে আর কোন ম্যাচে তিনি খেলেননি।

ইংল্যান্ডের সময়ে এফএ কাপ, লিগ কাপ ও ইউরোপা লিগের শিরোপা জিতলেও প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেননি মার্শাল।

সব ধরনের প্রতিযোগিতায় ইউনাইটেডের হয়ে ৩১৭ ম্যাচে তিনি ৯০ গোল করেছেন।

ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে মার্শাল ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আবেগের সাথে আজ আমি বিদায়ের ঘোষণা দিচ্ছি। এই ক্লাবে অসাধারণ নয় বছর কাটিয়েছি। এখন আমার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনার সময় এসেছে।’’

২০২২ সালে সেভিয়াতে ধারে খেলতে যাওয়া মার্শাল লেখেন, ‘‘ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এই ক্লাব আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে, তোমাদের সামনে দারুণ কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে। নতুন চ্যালেঞ্জের আশায় আমি ক্লাব ছাড়ছি। কিন্তু আমি সবসময়ই রেড ডেভিলসই থাকবো। আগের মতই সমান ভালবাসা নিয়ে আমি এই ক্লাবের ফলাফল সম্পর্কে খোঁজ রাখবো।’’

এবারের গ্রীষ্মে ইউনাইটেডের সাথে মার্শালের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

   

About

Popular Links

x