Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

মসজিদ থেকে জুতা চুরি করায় প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

জুতা চুরির দায়ে ইতোমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুয়েত কর্তৃপক্ষ

আপডেট : ১০ জুন ২০২৪, ০৫:১৩ পিএম

মসজিদ থেকে জুতা চুরির দায়ে এক প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। অভিযুক্ত ওই প্রবাসী মিসরের নাগরিক। জুতা চুরির দায়ে ইতোমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুয়েত কর্তৃপক্ষ।

রবিবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেপ্তার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অভিযুক্ত ওই প্রবাসীর বিরুদ্ধে একাধিক চুরি এবং অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকারও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার নিয়ম অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি জুতা চুরির কাজে লিপ্ত রয়েছেন।

About

Popular Links