Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বেতন বাড়ানোর দাবিতে জার্মানির ১১ বিমানবন্দরে ধর্মঘটের ডাক

দেশটির সরকার বলছে, এই দাবি পূরণ আর্থিকভাবে সম্ভব নয়

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম

ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির ১১ বিমানবন্দরে সোমবার (১০ মার্চ) ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি। বেতন বাড়ানোর আলোচনায় চাপ তৈরি করতে এই ধর্মঘট। বাকি বিমানবন্দরগুলো হলো কোলন- বন, ড্যুসেলডর্ফ, স্টুটগার্ট, ডর্টমুন্ড, হানোফার, ব্রেমেন, হামবুর্গ, বার্লিন ও লাইপজিশ-হালে।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের অধিকাংশ কর্মী ধর্মঘটে যোগ দিতে পারেন বলে জানা গেছে। সরকারি কর্মীদের জন্য নতুন মজুরি চুক্তির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

প্রায় ২৫ লাখ সরকারি কর্মচারীর বেতন ৮% বৃদ্ধি, বোনাসের পরিমাণ বাড়ানো ও অতিরিক্ত তিন দিনের ছুটি দাবি করছে ভ্যার্ডি। তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার বলছে, এই দাবি পূরণ আর্থিকভাবে সম্ভব নয়।

গত সপ্তাহেও জার্মানির কয়েকটি বিমানবন্দরে ধর্মঘট পালিত হয়েছে।

এছাড়া, স্বাস্থ্য খাতের ২০,০০০ কর্মী বৃহস্পতিবার ধর্মঘটে অংশ নেন, আর শুক্রবার কিন্ডারগার্টেন কর্মীরাও ধর্মঘট করেন। তৃতীয় দফার আলোচনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

   

About

Popular Links

x