ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপ শুরু করেছেন। ওয়াশিংটন আশা করছে, এই আলোচনার মাধ্যমে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হবে এবং তিন বছর ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানে এগিয়ে আসবে।
মঙ্গলবার (১৮ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, জিএমটি সময় ১৪টা থেকে দুই নেতা ফোনে কথা বলছেন। হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং এখনও চলছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মতি দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত ও আহত হয়েছে, দশ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারির আগ্রাসনের পর পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে রাশিয়ার দখলে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রয়েছে।