Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ২৪, নিখোঁজ ২৫ মেয়ে শিশু

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভারি বৃষ্টির কারণে নদীর পানি ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায়

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও বন্যায় ২৫ জন মেয়ে শিশু নিখোঁজ হওয়ার কথা জানানো হলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শিশুরা গ্রীষ্মকালীন ক্যাম্পে ছিল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

গ্রীষ্মকালীন ক্যাম্পে আসা সেই শিশু মেয়েদের খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এছাড়াও ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভারি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা। খুব দ্রুতই গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার ওপরে চলে যায়। পুরো ঘটনাটি ২ ঘণ্টারও কম সময়ে ঘটেছে। এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়ে ওঠেনি।

   
Banner

About

Popular Links

x