আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে কেয়ার বাংলাদেশের উদ্যোগে এবং ইউএনএফপিএ ও কেনেদা ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত হলো “লেটস ওয়াচ হার সোর”। এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরি।
রবিবার (১৫ অক্টোবর) ঢাকার গুলশানে লেকশোর হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ঢাকা, সুনামগঞ্জ ও রংপুরের কিশোরীরা। উপস্থিত ছিলেন এনজিওসহ বিভিন্ন সংস্থার অতিথিরা।
টিপিং পয়েন্ট হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ। যা কিশোরীদের উদ্যোম, স্পৃহা এবং নেতৃত্বকে কেন্দ্র করে শিশু, বাল্য এবং জোরপূর্বক বিয়ের মূল কারণগুলোকে মোকাবিলা করে নারী ক্ষমতায়ন ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে কার্যকরী ভূমিকা পালন করছে।
কেয়ার বাংলাদেশের নারী ও যুব ক্ষমতায়ন কর্মসূচির পরিচালক রওনক জাহান অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, “আমাদের সমাজে এখনও অনেক বিষয় রয়েছে যা নিষিদ্ধ হিসেবে বিদ্যমান। কেয়ার বাংলাদেশ বিশ্বাস করে যে আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে এবং মেয়েদের অধিকার নিশ্চিত করতে অবদান রাখতে হবে।”