Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

সায়মা ওয়াজেদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন 

উপাচার্য সায়মা ওয়াজেদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম তার অভিনন্দন বার্তায় জানান, বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদ প্রত্যেকেই শিশুদের কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সায়মা ওয়াজেদ যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন তা অনন্য। তার এই বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত।

উপাচার্য সায়মা ওয়াজেদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা বিষয়ে কাজ করছেন। 

তার দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ এ অর্জন বাংলাদেশকে গর্বিত করেছে বলে মনে করেন উপাচার্য শাহ্‌ আজম।

   

About

Popular Links

x