Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাবা দিবস উপলক্ষে বিশেষ গান ‘বাবা তুমি আমার’

গান ও মিউজিক ভিডিওর প্রযোজক সামিনা সালাম

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:০৭ পিএম

এ বছর বাবা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে সামিনা সালামের লেখা ও সুরে গান “বাবা তুমি আমার”। গানটি দেখা যাবে সামিনা সালামের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, সামিনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। 

ফুয়াদ নাসের বাবুর কম্পোজিশনে এই গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী লিজা ও রফিকুল আলম। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মাসুম বাশার শাকিলা পারভিন, রবিউল রুদ্র এবং গৃহী। নির্দেশনা দিয়েছেন আহমেদ সুস্ময়। ক্যামেরায় ছিলেন হসেইন আরমান। গান ও মিউজিক ভিডিওর প্রযোজক সামিনা সালাম।

নির্দেশকের সহকারী মিন্টু সাকিব, পোস্ট প্রোডাকশন এইট এন্ড হাফ প্রোডাকশন লিমিটেড। স্থিরচিত্র বিজয়, ব্যাকগ্রাউন্ড ভয়েস পুজা, অডিও ডাবিং শান্ত শান এবং সামিনা সালাম এই কাজে বিশেষ ধন্যবাদ জানিয়াছেন নুৎফা এবং ফারহান চৌধুরীকে।

   

About

Popular Links

x