Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ

ডেকিন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ে বৃত্তির দিয়ে থাকে

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৪৭ এএম

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে বর্তমানে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করছেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি।

দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। তেমনই একটি ডেকিন বিশ্ববিদ্যালয়।

দেশটির ভিক্টোরিয়া শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ালেখার সুযোগ

বিশ্ববিদ্যালয়টি এ বছর ৪০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে। উপবৃত্তি, সম্পূর্ণ টিউশন ফি মুক্ত, চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া), বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমানভাড়া মিলবে এ বৃত্তি পেলে।

ডেকিন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিষয়ে বৃত্তির দিয়ে থাকে। ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে সারাবছর আবেদন করা যায়।

আরও পুড়ন: অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা পেতে সতর্ক থাকতে হবে যেসব বিষয়ে

বৃত্তির সুযোগ–সুবিধা

প্রতিবছর একজন শিক্ষার্থী ৩৩ হাজার ৫০০ ডলার পাবেন;

ডেকিনে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত স্থানান্তর ভাতা প্রদান করা হয়;

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার সময়ে স্বাস্থ্যভাতা মেলে;

সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ও চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া);

বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও বিমানভাড়া মিলবে এ বৃত্তি পেলে

আরও পুড়ন: উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে যা জানা প্রয়োজন

এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি)। ডেকিন ইউনির্ভাসিটি পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)। এই দুই স্কলারশিপের মধ্য আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। এই দুই বৃত্তির জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

সূত্র: প্রথম আলো ও ডেকিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অবলম্বনে

   

About

Popular Links

x