Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

দীপু মনি: সমাবেশের নামে সহিংসতার পরিকল্পনা আছে বিএনপির

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়’

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বিএনপির। কেননা, বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে।”

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি বলেন, “উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ শান্তির সপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। আওয়ামী লীগ সব সময় সেই দায়িত্ব পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ।

   

About

Popular Links

x