Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সংসদের হুইপ হলেন মাশরাফী, প্রজ্ঞাপন জারি

একজন চিফ হুইপ ও পাঁচজন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। 

আর হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ পাঁচ সংসদ সদস্যকে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জ্যেষ্ঠ সচিব কে. এম. আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে চিফ হুইপ ও হুইপ নিয়োগের বিষয়টি জানানো হয়।

মাশরাফী ছাড়াও হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম অনুযায়ী চিফ হুইপ মন্ত্রীর পদমর্যাদা এবং হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং অধিবেশন সুশৃঙ্খলভাবে চলতে স্পিকারকে সহযোগিতা করাই চিফ হুইপ ও হুইপদের কাজ।

   

About

Popular Links

x