Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মাহির, সম্পাদক শুভ

মাহির শাহরিয়ার রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ইনফরমেশন (এআইএস) বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী

আপডেট : ০৮ জুন ২০২৪, ১২:০০ পিএম

মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি ও বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে সংগঠনের ৪২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে ঘোষণা করা হয়। 

মাহির শাহরিয়ার রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ইনফরমেশন (এআইএস) বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। আর বাহাউদ্দিন শুভ ময়মনসিংহের আনন্দমোহন কলেজের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলিফ মাহমুদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।   

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রত্যয় নাফাক, সালমান রাহাত, হাসান ওয়ালী, মাসুম রানা জয়, রফিকুল ইসলাম, সাইফ রুদাদ, টিকলু কুমার দে, ওয়ারেছ সরকার। 

সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রিজম ফকির, জাহিদুল ইসলাম ইমন ও কাওসার আহমেদ রিপন। 

কোষাধ্যক্ষ হিসেবে শরিফুল ইসলাম সৌরভ, দপ্তর সম্পাদক হিসেবে মেরাজ খান আদর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে এনামুল হাসান অনয়  দায়িত্ব পেয়েছেন। 

স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম সুজন, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে শাহ সাকিব সোবহান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জে. এইচ সজল নির্বাচিত হয়েছেন। 

সাংস্কৃতিক সম্পাদক পদে শাওন কুমার রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সাদিয়া ইমরোজ ইলা, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সাবিত দায়িত্ব পেয়েছেন।  

সদস্য হিসেবে বিদায়ী সভাপতি দীপক শীল ছাড়াও দায়িত্ব পেয়েছেন মারিয়াম বিনতে হাসান ফারিন, সুদীপ্ত চাকমা, মুক্তাদিল জয় বাবু, তানিম মুনতাসির, নিউটন চাকমা, গোকুল সূত্রধর মানিক, তানভির মোকাম্মেল, নাহিদ হাসান প্রান্তিক, প্রশান্ত কৈরী, রাসেল আহমেদ, পরমা মোস্তফা, সাকিব শাকিল, আরিফুল ইসলাম, নাহিদ হাসান , সিয়াম আহমেদ, জান্নাতুল ফেরদৌস নির্জনা এবং এস এম সুইট |

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি দীপক শীল। শপথ গ্রহণের পর নব নির্বাচিত কমিটি শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। 

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে ৪২তম জাতীয় সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন।

পরে কাউন্সিল অধিবেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  

About

Popular Links