Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই’

‘ দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারা আজকের এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়’

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারা আজকের এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায় । অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না । আমি বলবো, তারা যেন একটু নিবৃত্ত থাকে এবং এই স্বাধীনতা দিবসকে সম্মান জানায়। এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি।”

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “অনৈক্য কিছু নেই। স্বার্থের সংঘাত আছে, প্রতিটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলব না। এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নেই।”

নির্বাচন নিয়ে তিনি বলেন, “দেশের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন এবং দেশে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আবার নতুন করে পেয়েছি ৫ তারিখের পরে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ‍্যমে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আশ্বাস পেয়েছি।”

   

About

Popular Links

x