Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাহিদ: একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়

‘ একাত্তরে যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে’

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৩১ পিএম

একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট তা পুনরোজ্জিবীত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আগামীতে আর যেন রক্ত দিতে না হয়, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। একাত্তর এবং চব্বিশের স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। একাত্তরে যা চেয়েছিলাম, চব্বিশে তা অর্জন হয়েছে।”

নাহিদ আরও বলেন, “যারা একাত্তর এবং চব্বিশের মধ্যে বিরোধিতার সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য অসৎ।”

এনসিপির এই নেতার মতে, কোনো দলকে সংস্কার ও বিচার ছাড়াই ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা জনগণ প্রতিরোধ করবে, এবং এনসিপি এ ধরনের চেষ্টাকে প্রতিহত করতে প্রস্তুত থাকবে।

   

About

Popular Links

x