Saturday, July 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন ও দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় বিএনপি একমত

অর্থবিল ও আস্থা ভোট বাদে অন্য বিষয়ে দলের বিপক্ষে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছে বিএনপি

আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:৫০ পিএম

বিএনপি প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন চায় ও দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার সিদ্ধান্তেও একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবারের (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতি চাইলে নিজ ক্ষমতাবলে যাকে ইচ্ছা তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখেন। প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির এই একচ্ছত্র ক্ষমতা পরিবর্তনে বিএনপি একমত।”

রাষ্ট্রপতিই প্রধান বিচারপতি নিয়োগ দেবেন কিন্তু তাকে কিছু প্রক্রিয়া এবং নিয়মকানুন মেনে এ নিয়োগ দিতে হবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘‘আপিল বিভাগের দুইজন বিচারপতি থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। শুরুতে আমরা তিনজনের কথা বললেও বেশিরভাগ রাজনৈতিক দল দুইজনের ব্যাপারে একমত হওয়ায় আমরাও তাদের সঙ্গে সায় দিয়েছি।’’

বিএনপি স্বাধীন বিচার বিভাগ চায়, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ স্বাধীনতা পাক এ বিষয়ে বিএনপি সম্পূর্ণ একমত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘‘বিচারপতি নিয়োগের স্বেচ্ছাচারিতা থেকে বের হয়ে আসতে পারলে আওয়ামী লীগ আমলে বিচার বিভাগের যে অবস্থা হয়েছিল সেখান থেকে ধীরে ধীরে নিষ্কৃতি মিলবে। পরবর্তীতে যারা সংসদে যাবেন সেখানে এ ব্যাপারে সংযোজন বিয়োজন দরকার হলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।’’

দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা নিয়ে বিএনপি শুরু থেকেই সোচ্চার উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘‘আমাদের ৩১ দফায় দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার উল্লেখ আছে। উচ্চকক্ষে ১০০ আসনের পাশাপাশি এর নাম সিনেট দেওয়া হবে এমন আলোচনাও হয়েছে আজকের আলোচনায়। তবে আইন পাশের ক্ষেত্রে উচ্চকক্ষের সঙ্গে নিম্নকক্ষের সমন্বয় প্রসঙ্গে কিছু দ্বিমত এবং দ্বিধা আছে।’’

৭০ নম্বর অনুচ্ছেদ প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, শুধু অর্থ বিল এবং আস্থা ভোট বাদে এই অনুচ্ছেদ পরিবর্তনে সবাই একমত হলেও বিএনপি এর সঙ্গে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি সংযুক্ত করতে চায়। জুলাই সনদে বিএনপি সই করলেও নির্বাচিত হলে এ দুটো ব্যাপার যোগ করা হবে- তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে।

দলীয় ফোরামে আরও বিস্তারিত পর্যালোচনা শেষে এসব আলোচ্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে মনে করেন বিএনপির এই নেতা।

 

   

About

Popular Links

x