এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে।”
বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে ‘‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’’র সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন।
নাহিদ বলেন, ‘‘উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। দেশজুড়ে উন্নয়নের কথা বলা হলেও সেই উন্নয়ন এখনো সবার কাছে পৌঁছায়নি। যত দিন কুড়িগ্রামের প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুবিধা না আসবে, তত দিন সেই উন্নয়ন আমরা মানি না।’’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘‘ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়েই গেছে। ফলে আমরা মনে করি, আমাদের এই লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখার জন্য গণ-অভ্যুত্থানের নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। এই দলের প্রধান কাজ হলো এ দেশের মানুষকে যেন আর দাস হয়ে থাকতে না হয়।’’
পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেন, ‘‘পুলিশ ভাইয়েরা, আপনারা বিএনপির পুলিশ হইয়েন না। আওয়ামী লীগ সরকার পুলিশকে আওয়ামী লীগের পুলিশ বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদের বলব, আপনারা কোনো রাজনৈতিক দলপন্থী না হয়ে বাংলাদেশপন্থী হয়ে উঠুন।’’