Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামায়াত আমির: আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না

রাজনীতির নামে যারা অপকর্ম ও লুটপাট করছে, তাদের সাবধান হতে বলেন তিনি

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শনিবার (৫ জুলাই) সকালে ফেনীতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘‘নতুন-পুরোনো বুঝি না, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বারবার দিতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। রাজনীতির নামে যারা অপকর্ম ও লুটপাট করছে, তারা সাবধান হয়ে যান। না হলে জনগণই এর জবাব দেবে।”

এর আগে আজ শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর আরেকটি পথসভায় জামায়াতের আমির বলেন, ‘‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত এখনই লক্ষ করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এই জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই।”

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে দুটি পথসভা সঞ্চালনা করেন মহানগরের সেক্রেটারি মাহবুবর রহমান।

   
Banner

About

Popular Links

x