Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাক্ষাতে মার্টিনেজকে যা বলেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন মার্টিনেজ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সোমবার মাত্র ১১ ঘণ্টার জন্য বাংলাদেশে পা রাখেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের সরকারপ্রধান তার সাফল্য কামনা করেছেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বিশ্বকাপ শিরোপা জয়ে অবদানের জন্য আর্জেন্টিনার এই ফুটবলারের প্রশংসা করে বলেন, “আপনি সেই ব্যক্তি, যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সাফল্য কামনা করি।” 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, “ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশিরা এই খেলার অনুরাগী।” প্রধানমন্ত্রী তার পরিবার ক্রীড়াপ্রেমী উল্লেখ করে বলেন, “আমার বাবা ও দাদা ফুটবলার ছিলেন।”

তিনি জানান, ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা বাংলাদেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে।

বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, “আমি এখানে এসে খুব আনন্দিত এবং ফুটবলের প্রতি বাংলাদেশিদের আবেগ দেখে খুশি।”

About

Popular Links