লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকানতারা আবারও ইনজুরিতে পড়েছেন। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এপ্রিল থেকে মাঠের বাইরে থাকার পর ফিরে এসে প্রথম ম্যাচেই আবার ছিটকে গেলেন তিনি।
রবিবার (৪ ফেব্রুয়ারি) আর্সেনালের কাছে লিভারপুলের ৩-১ ব্যবধানে পরাজয়ের ৮৫ মিনিটে মাঠে নামেন তিনি।
প্রায় ১০ মাস পর প্রথম ম্যাচে খেলতে নেমে পেশির ইনজুরির কারণে বেরিয়ে যেতে হয় তাকে। এ্যানফিল্ডে এটিই তার চুক্তির শেষ বছর।
আগের মৌসুমে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক এই প্লেমেকার মাত্র ১৮ ম্যাচ খেলেছেন। এর মধ্যে চারটি ছিল বদলি হিসেবে।
থিয়াগোর অনুপস্থিতি লিভারপুলের জন্য একটি ধাক্কা হবে। ২৫ ফেব্রুয়ারি লিগ কাপ ফাইনালে চেলসির মুখোমুখি হবে তারা।