পিঠের চোট থেকে সেরে উঠেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য তিনি এরইমধ্যে ফিট। এ সপ্তাহে দলের কোচ গ্যারেথ সাউথগেট এ তথ্য জানান।
আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই টুর্নামেন্টের জন্য ৩০ বয়সী স্ট্রাইকারকে নিজের প্রাথমিক দলে নিয়েছেন কোচ।
সাউথগেট বলেন, “কেইন এখন অনেকটাই সুস্থ। তার অবস্থা অনেকটাই শিথিল।”
তিনি বলেন, “পিঠের সমস্যা হতেই পারে। তবে এটি এমন কিছু নয়, যা নিয়ে আমরা এই মুহূর্তে উদ্বিগ্ন। আমরা তাকে দলে পাচ্ছি।”
জার্মান ক্লাবে প্রথম মৌসুমে বুন্দেসলিগায় চারটি হ্যাটট্রিকসহ সব প্রতিযোগিতায় ৪৫টি ম্যাচে ৪৪টি গোল করেছেন কেইন।
তবে তিনি বায়ার্নকে ট্রফি জিততে সাহায্য করতে পারেননি। ২০১২ সাল থেকে জার্মান জায়ান্টরা প্রথমবারের মতো সিলভারওয়্যার জিততে ব্যর্থ হয়েছে।
সাউথগেট বলেন, “অনেকেই বলতে পারে, এটা তার জন্য ভালো হবে না। তবে আমি নিশ্চিত, লোকেরা কী বলবে সে সম্পর্কে তিনি সচেতন থাকবেন।”
তিনি বলেন, “এই চ্যালেঞ্জের প্রতি তার ভালবাসা ও খেলার জন্য তার ইচ্ছা কখনোই কম ছিল না। তিনি অবশ্যই এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছেন।”
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। একটি বসনিয়ার বিপক্ষে ৩ জুন সেন্টে। অপরটি ৭ জুন ওয়েম্বলিতে। ইউরোতে তারা সার্বিয়া, ডেনমার্ক এবং স্লোভেনিয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে।