ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম প্রেস্টিজিয়াস আসর হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর এই আসরের ফাইনালের জন্য রিয়াল ও ম্যান সিটিকে এগিয়ে রেখেছিল অনেকে। তবে নতুন ফরম্যাটে প্লে-অফেই দেখা হয়ে যাচ্ছে দুটি হেভিওয়েট দলের।
শুক্রবার (৩১ জানুয়ারি) প্লে-অফকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল ড্র।
গ্রুপ পর্বের খেলা শেষে চ্যাম্পিয়ন্স লিগ এখন দ্বিতীয় রাউন্ডের দ্বারপ্রান্তে। নতুন ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বের শীর্ষ ৮ দল সরাসরি শেষ ১৬-তে জায়গা করে নিলেও বাকি ৮ স্থানের জন্য দলগুলোকে লড়তে হবে প্লে-অফে।
এছাড়াও শিরোপার অন্যতম দাবিদার পিএসজি মুখোমুখি হবে ফরাসি ক্লাব বেস্টের। ইতালিয়ান ক্লাব আটালান্টার প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ, জুভেন্টাস লড়বে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে। আরেক ইতালিয়ান ক্লাব এসি মিলান মুখোমুখি হবে ডাচ ক্লাব ফেইনুর্দের।
এছাড়াও প্লে-অফে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং লিসবন, স্কটিশ ক্লাব সেল্টিকের সামনে অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ফরাসি ক্লাব মোনাকো খেলবে পর্তুগালের বেনফিকার বিপক্ষে।
এই প্লে-অফের বিজয়ী ৮ দল মূল পর্বের বাকি ৮ দলের সঙ্গে যুক্ত হয়ে শেষ ১৬-এর লড়াইয়ে নামবে। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শীর্ষ এই প্রতিযোগিতার প্লে-অফ পর্ব যে জমজমাট হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই।