দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রাণ ফিরল ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন সূচনায় আজ বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে ইতালি প্রবাসী খেলোয়াড় ফাহামিদুল ইসলামের। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একাদশে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। একাদলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা আরেক মিডফিল্ডার হামজা চৌধুরীও।
বুধবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই মাঠেই ১০ জুন হবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই।
তবে আলোচিত আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম দেশে ফিরলেও তাকে একাদশে রাখা হয়নি। ভুটানের বিপক্ষে আজকের একাদশে রয়েছেন- মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজ উদ্দিন, সোহেল রানা, হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেমি ও রাকিব হোসেন।
দীর্ঘ সংস্কারের পর নতুন রূপে সেজেছে স্টেডিয়াম। নতুন ঘাস, আসন, ফ্লাডলাইটের আলোয যেন জেগে ওঠেছে জাতীয় স্টেডিয়াম।
স্টেডিয়ামে এসেছে ধূসর রঙের নতুন চেয়ার। এই প্রথম কোনো ফুটবল স্টেডিয়ামে গ্যালারির ওপর ছাদ। ঝলমলে এলইডি ফ্লাডলাইট, আধুনিক ইলেকট্রনিক স্কোরবোর্ড, মাঠের পাশে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ডিসপ্লে। তাজা ঘাসের মাঠ। সবমিলিয়ে যেন বাংলাদেশ ফুটবলের ঘরে ফেরার এক মহাকাব্যিক আয়োজন এটা।