মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটসম্যান নিকোলাস পুরান।
মঙ্গলবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় নিজেই এ তথ্য জানান।
বার্তায় পুরান লিখেছেন, ‘‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকা, আর মাঠে নামলে প্রতিবার নিজের সবটুকু উজাড় করে দেওয়া... এসব আমার কাছে আসলে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা খুব কঠিন। দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরব, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।’’
তার এই বার্তার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘নিকোলাস পুরান আনুষ্ঠানিকভাবে আমাদের তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, যা তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। একজন বিশ্বমানের খেলোয়াড় এবং যেকোনো সময় ম্যাচের মোড় ঘোরানো তারকা হিসেবে নিকোলাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (১০৬টি) এবং সর্বোচ্চ রান সংগ্রাহক (২,২৭৫ রান) হিসেবে বিদায় নিচ্ছেন। মাঠে তার পারফরম্যান্স এবং দলের ভেতরে তার প্রভাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে।’’
পুরানের বয়স সবে মাত্র ২৯। সামনে লম্বা সময় পড়ে থাকলেও এখনই থামার কথা জানালেন তিনি।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পুরানের। গত ৯ বছরে কোনো টেস্ট না খেললেও, খেলেছেন শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি। তার ওয়ানডে ক্যারিয়ারের ৬১তম ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালে। এর পর থেকে শুধু টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন্।
পুরানকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল সদ্য শেষ হওয়া আইপিএলে। এই টুর্নামেন্টে লক্ষ্নৌর হয়ে আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।