Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

শমিতের অভিষেক, একাদশে হামজাসহ আরও যারা রয়েছে

শুরুর একাদশে নেই জামাল ভুঁইয়া

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:৩২ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর এই ম্যাচেই অভিষেক হতে যাচ্ছে কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত সোমের। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে রয়েছে- মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

এই ম্যাচের জন্য ১৮,৩০০ টিকিট ছেড়েছিল বাফুফে। সেই টিকিট রাতারাতি “সোল্ড আউট” হয়ে যায়।

তবে যারা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন না তাদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা। দেশের আটটি স্থানে বড় পর্দায় দেখানো হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। ম্যাচের অফিশিয়াল সম্প্রচার চ্যানেল টি-স্পোর্টস এই তথ্য জানিয়েছে।

স্থানগুলো হচ্ছে ধানমন্ডির রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেল’স পার্ক।

এছাড়া ঢাকার রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) মোট ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে।

   
Banner

About

Popular Links

x