Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ম্যাচের শেষ মিনিটেও সুযোগ পেয়েছিল বাংলাদেশ

আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:২৯ পিএম

জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ। ম্যাচের শেষ মিনিটেও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি গোল পোস্টের দিকে যাওয়ার পথিমধ্যেই সিঙ্গাপুরের্ গোলকিপারের নৈপুণ্যো শেষ পর্যন্ত গোলটি হয়নি।

ম্যাচে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরেছে কাবরেরার দল।

ম্যাচের ৫৯ মিনিটেই ২ গোল হজম করে চাপে পড়ে যায় হামজারা। তবে ৬৭ মিনিটের মাথায় হামজার বাড়ানো বলে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে পাঠান রাকিব। গোলের পরই গতি ফিরে পায় বাংলাদেশ। বেশ কিছু সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিংয়ের অভাবে হারতে হলো স্বাগতিকদের।

ম্যাচে দুর্দান্ত খেলেছেন কানাডাপ্রবাসী খেলোয়াড় শমিত সোম। মধ্যমাঠ থেকে একের পর এক গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। তবে শেষ পর্যন্ত তা কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব ও ফাহামিদুল।

   
Banner

About

Popular Links

x